Class 10 Geography Model Activity Task 50 Marks Answers Part 8

ল্পিগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১ অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো –

 (গ ) উওরঃ   গিরিখাত

১.২ হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সঙ্কীর্ণ থংক হলো

 6 )  উওরঃ)  বাগন্ড

 ১.৩ ঠিক জোড়াটি নির্বাচন করো 

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঙ্গরাজ্য 

১.৪ ঠিক জোড়াটি নির্বাচন করো –

 উওরঃ বালিয়াড়ি – বায়ুর সঞ্চয়কাজ

 ১.৫ ফ্রান্তীয় চিরহরিৎ অরণ্যের উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো 

উদ্ভিদের ডালপালা একসাথে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে ।

১.৬ অতিবিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো

  সিকিম  

১.৭ আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো—  

বালিয়াড়ি ঘ ) 

১.৮ ঠিক জোড়াটি নির্বাচন করো—

  ) আন্দামান – নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ – মেহগনি ঘ ) 

১.৯ ভারতের রূঢ় বলা হয় 

 ) দুর্গাপুরকে 

 2 .  শূন্যস্থান পূরণ করো :

 ২.১ বায়ুর… অপসরণ…অনবদ্য প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয় ।

২.২ কাশ্মীর…. উপত্যকা পীরপাঞ্ঝাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণি দ্বারা বেষ্টিত । 

অওর পূর্ব – মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয় । 

2.৩. বাক্যটি সত্য হলে ‘ ঠিক ‘ এবং অসত্য হলে ‘ ভুল ‘ লেখো :

৩. ১. নদীখাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গার্ডগুলি হলো মন্থকূপ । ঠিক 

8 . স্তম্ভ মেলাও : ক স্তম্ভ খ স্তস্ত মেলাও

৪.১ বিশুদ্ধ কাঁচামালু   তুলো 
৪.২ মালাবার উপকূল  কয়াল 
 ৪.৩ হিমবাহ  ক্রেভাস 


৫.১ পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয় ?

উত্তর 

৫.২ ‘ ভারতের পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি ’ – ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো ।

 উত্তর : পশ্চিমবাহিনী নদী মোহনায় ব – দ্বীপ না গড়ে ওঠার কারণগুলি হল—

 ( i ) নদীগুলির দৈর্ঘ্যে ছোটো তাই জলে কম পলি থাকে 

( ii ) নদীগুলিতে জলের স্রোত বেশি থাকায় মোহানায় পলি সঞ্চিত হতে পারে না ।

 ( iii ) নদীগুলির উপনদীর সংখ্যা কম থাকায় পলি বেশি থাকে না । 

( iv ) মোহানা অংশে ভূমির ঢাল বৈশি থাকায় পলি সঞ্চিত হতে পারে না । 

( v ) সর্বোপরি আরব সাগর ও খাম্বত উপসার্গর বেশ গভীর তাই তা পলি সঞ্চয়নের ক্ষেত্রে প্রতিকূল ।

৫.৩ অক্ষাংশভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয় । ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো |

 ( ২ ) উত্তর : ভৌগোলিক কারণ : কোনো স্থানে হিমরেখার উচ্চতা নির্ভর করে অক্ষাংশের ভিত্তিতে , অবস্থান , ভূমির উচ্চতা , ঋতুপরিবর্তন প্রভৃতির ওপর । তাছাড়া আমরা জানি অক্ষাংশের মান বৃদ্ধা সফতা কমতে থাকে ক্রমশ উত্তরে ও দক্ষিণে যেহেতু উষ্ণতা কমতে থাকে তাই হিমরেখার অবস্থানের উচ্চতাও কমতে থাকে । শীতকালে উষ্ণতা কমে যায় বলে হিমরেখা পর্বতের নিম্নাংশে এবং গ্রীষ্মকালে উষ্ণতা বেড়ে যায় বলে পর্বতের উর্ধ্বাংশে অবস্থান করে । তাই দেখা যায় হিমরেখা , নিরক্ষীয় অঞ্চলে গড়ে ৫৫০০ মিটার , হিমালয় পর্বতে ৪৫০০ মিটার , আল্পস পর্বতে ২৮০০ মিটার উচ্চতায় অবস্থান করে ।

৫.৪ ভারতে জলবিভাজিকা উন্নয়নের দুটি উদ্দেশ্য লেখো ।

 উত্তর : জল – বিভাজিকা : – যে পাহাড়ি অঞ্চল বা উচ্চভূমি কাছাকাছি অবস্থিত দুটি নদী অববাহিকাকে আলাদা করে , সেই উচ্চভূমি বা পাহাড়ি অঞ্চলকে জলু – বিভাজিকা বলে । এই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কোনো নদী অববাহিকা অঞ্চলের বাস্তুতন্ত্র , পরিবেশের উপাদান এবং সম্পদের স্থায়ী উন্নয়ন করা সম্ভব হয় । ( I) প্রধান নদীর উপনদীগুলির জলের যোগান মূলতঃ জলবিভাজিকা অঞ্চল থেকেই আসে । ( ii ) সময়ের সাথে সাথে নদীগুলি জলবিভাজিকাকে ক্রমশঃ ক্ষয় করে তার উচ্চতা ও প্রশস্ততা উভয়ই হ্রাস করতে থাকে । ( iii ) জলবিভাজিকা অঞ্চল যতই বৃহৎ ও উঁচু হয় , সংশ্লিষ্ট নদীগুলি ততই জলবহুল ও স্রোতস্বিনী হয় ।

Leave a Comment