Shesh Boshonto Song Lyrics Is the Latest Bangla Songs from the voice given by Asif Akbar and the lyrics are penned down by Suhrid Sufian and the music has been given by Kishore Das.This song released by ARB Entertainment.
Shesh Boshonto Lyrics – Asif Akbar
এটাই হয়তো শেষ বসন্ত
এটাই হয়তো শেষ বার ছোঁয়া ফুল
এটাই হয়তো শেষ দেখা ঢেউ
এটাই হয়তো শেষ বার হাঁটা কুল
কেউ কোনোদিন জানলো না হায়
এক জীবনে কতটা হলো ভুল
ও.. কেউ কোনোদিন জানলো না হায়
এক জীবনে কতটা হলো ভুল
এটাই হয়তো শেষ বসন্ত
এটাই হয়তো শেষ বার কথা বলা
এটাই হয়তো শেষ বার রোদে গলা
এটাই হয়তো শেষ বার কথা বলা
এটাই হয়তো শেষ বার রোদে গলা
এটাই হয়তো শেষ নিঃশ্বাস
ছাড়ার হুলুস্থুল
কেউ কোনোদিন জানলো না হায়
এক জীবনে কতটা হলো ভুল
ও.. কেউ কোনোদিন জানলো না হায়
এক জীবনে কতটা হলো ভুল
এটাই হয়তো শেষ বার বাড়ি ফেরা
এটাই হয়তো স্মৃতি দিয়ে হবে ঘেরা
এটাই হয়তো শেষ বার বাড়ি ফেরা
এটাই হয়তো স্মৃতি দিয়ে হবে ঘেরা
এটাই হয়তো শেষ কবিতায়
হয়ে যাওয়া মশগুল
কেউ কোনোদিন জানলো না হায়
এক জীবনে কতটা হলো ভুল
ও.. কেউ কোনোদিন জানলো না হায়
এক জীবনে কতটা হল ভুল
এটাই হয়তো শেষ বসন্ত,